পর্ব ২১ | আল-ফারুক | বিজয় অভিযানসমূহ

Rain Drops Media
কর্তৃক Rain Drops Media 382 বার দেখা হয়েছে 39 comments

আবু বকর রাদিয়াল্লাহু আনহু-র মৃত্যুর পর এই উম্মাহর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন উমার ইবনুল খাত্তাব রা। পরপর দুই ব্যক্তির দায়িত্ব লাভের বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি চমৎকার স্বপ্নে দেখেছিলেন।

হাদীসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু আনহু । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আমি স্বপ্নে দেখলাম, আমি একটি কূপ থেকে (বালতি দিয়ে) পানি টেনে তুলছি। তখন আবু বকর ও উমর আসলো। আবু বকর আমার হাত থেকে বালতি তার হাতে নিয়ে এক বালতি কি দু’বালতি পানি টেনে তুললো। তার ওঠানোয় কিছুটা দুর্বলতা ছিল। আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। তারপর উমার বালতিটি আবু বকরের হাত থেকে নিল, তার হাতে যাওয়ার সাথে সাথে বালতিটি আকারে বড় হয়ে উঠলো। কোনো শক্তিশালী বাহাদুরকে তার মত পানি উঠাতে আমি দেখিনি। (সে এমনভাবে পানি ওঠালো যে) লোকজন তাদের উটগুলিকে তৃপ্তি ভরে পানি পান করিয়ে উটশালায় নিয়ে গেল। (বুখারী)

আলিমরা এই স্বপ্নের ব্যাখায় বলেছেন, এটা আবু বকরের পর উমারের শক্তিশালী শাসনামলকে নির্দেশ করে। রাসুলুল্লাহ সা-এর সুন্নাহর অনুসরণে, আবু বকর রা-এর সময় যে বিজয় অভিযান সূচনা হয়, তার ধারাবাহিকতা বজায় থাকে উমারের সময়েও।

আবু বকর অন্তিম সময়ে পারস্য ফ্রন্টে নিযুক্ত সেনাপতি মুসান্না ইবনে হারেস আশ-শাইবানী ও উমারকে সামনে রেখে অসিয়ত করে গেলেন, ‘কোন বিপর্যয় যেন দ্বীনি দায়িত্ব পালনে তোমাকে উদাসীন না করে…’
এই নির্দেশের অর্থ ছিল, বিজয় অভিযান অব্যাহত রাখতে হবে।

এই পর্বে আলোচিত হয়েছে পারস্য অভিযানে মুসলিমদের অগ্রযাত্রা সম্পর্কে।

ডাউনলোড লিংক-
অডিওম্যাক – https://tinyurl.com/yxpremt3
হিয়ারদিস – https://tinyurl.com/y4kdxehk
আর্কাইভ – https://tinyurl.com/y6z74rwq

Share This Article
39 Comments

Leave a Reply