আবু বকর রাদিয়াল্লাহু আনহু-র মৃত্যুর পর এই উম্মাহর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন উমার ইবনুল খাত্তাব রা। পরপর দুই ব্যক্তির দায়িত্ব লাভের বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি চমৎকার স্বপ্নে দেখেছিলেন।
হাদীসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু আনহু । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আমি স্বপ্নে দেখলাম, আমি একটি কূপ থেকে (বালতি দিয়ে) পানি টেনে তুলছি। তখন আবু বকর ও উমর আসলো। আবু বকর আমার হাত থেকে বালতি তার হাতে নিয়ে এক বালতি কি দু’বালতি পানি টেনে তুললো। তার ওঠানোয় কিছুটা দুর্বলতা ছিল। আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। তারপর উমার বালতিটি আবু বকরের হাত থেকে নিল, তার হাতে যাওয়ার সাথে সাথে বালতিটি আকারে বড় হয়ে উঠলো। কোনো শক্তিশালী বাহাদুরকে তার মত পানি উঠাতে আমি দেখিনি। (সে এমনভাবে পানি ওঠালো যে) লোকজন তাদের উটগুলিকে তৃপ্তি ভরে পানি পান করিয়ে উটশালায় নিয়ে গেল। (বুখারী)
আলিমরা এই স্বপ্নের ব্যাখায় বলেছেন, এটা আবু বকরের পর উমারের শক্তিশালী শাসনামলকে নির্দেশ করে। রাসুলুল্লাহ সা-এর সুন্নাহর অনুসরণে, আবু বকর রা-এর সময় যে বিজয় অভিযান সূচনা হয়, তার ধারাবাহিকতা বজায় থাকে উমারের সময়েও।
আবু বকর অন্তিম সময়ে পারস্য ফ্রন্টে নিযুক্ত সেনাপতি মুসান্না ইবনে হারেস আশ-শাইবানী ও উমারকে সামনে রেখে অসিয়ত করে গেলেন, ‘কোন বিপর্যয় যেন দ্বীনি দায়িত্ব পালনে তোমাকে উদাসীন না করে…’
এই নির্দেশের অর্থ ছিল, বিজয় অভিযান অব্যাহত রাখতে হবে।
এই পর্বে আলোচিত হয়েছে পারস্য অভিযানে মুসলিমদের অগ্রযাত্রা সম্পর্কে।
ডাউনলোড লিংক-
অডিওম্যাক – https://tinyurl.com/yxpremt3
হিয়ারদিস – https://tinyurl.com/y4kdxehk
আর্কাইভ – https://tinyurl.com/y6z74rwq
Ja ja kallahu khairan
9
আলহামদুলিল্লাহ্।।যাযাকাল্লাহ।।মা শা আল্লাহ্
سبحان الله
মুসলিমদের কোনো খতি হতে শুনলে কান্না আসে খুব,,, আর তারা বিজয়ী হলে মুখে হাসি আসে।
খুব শখ ইসলামের জন্য জিহাদ করা,, আমার তেমন শক্তি নেই তারপরও জিহাদের মাঠে থেকে মুসলিমদের সাহায্য করা। আল্লাহ তার রাসূলকে হৃদয়ে ধারণ করছি আমি। ভালোবাসি আমার রাসূলকে, আহমাদও মোহাম্মাদ ❤️❤️
আয়াতগুলো কোন সূরার কত নাম্বার আয়াত মেনশন করলে ভালো হতো
জাযাকুমুল্লাহ খাইরান
আলহামদুলিল্লাহ
💞💞💞💞💞
♥️♥️♥️♥️♥️
পর্ব ২০ কোথায়?
১৩ নাম্বার ইপিসোডে সাউন্ডে সমস্যা সমাধান করে পুনরায় আপলোড দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আপনাদেরকে দুনিয়া এবং আখেরাতে উত্তম পন্থা দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।
আল্লাহ আপনাদের কাজকে কবুল করুন।
আস্সালামুআলাইকুম। ইমাম মাহাদী র হাতে যে ৩০০ জন বাইয়াত নিবে তারা কি সবাই মক্কার র লোক থাকবে? র আমরা যারা মক্কার অনেক দূরে থাকি তাদের মধ্যে অনেকের ঈমান ই অনেক বেশি যদি ঈমান থাকে এবং ইচ্ছা থাকা সত্ত্বেও ওই ৩০০ জন এর মধ্যে সামিল হতে না পারে দূরে থাকার কারণে বা জানতে না পাড়ার কারণে তাদের ক্ষেত্রে কি ওই ৩০০ জন এর মতন সম্মান পাওয়া কি সম্ভব হবে? তাদের ক্ষেত্রে হাদিস কি বলে যদি বেখ্যা করতেন
খালিদ বিন ওয়ালিদ সমন্ধে জানতে চাই
Next
মাশা'আল্লাহ
গুটি গুটি পায়ে ,,দ্বীনি ভাইদের ভার্চুয়াল সহোবতে এগিয়ে নিচ্ছি নিজেকে,,,ইতিহাসের শ্রেষ্ঠ মানুষদের জীবনী পাঠের মাধ্যমে।❤️❤️❤️❤️❤️❤️
আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান
Alhamdulillah
অন্তর থেকে ভালবাসি
আলহামদুলিল্লাহ। একুশ নম্বর পর্বের জন্য ধন্যবাদ
Rain Drops Media একটা ক্লাস! আপনাদের ভিডিও গুলা অনেক জোস! মাশাল্লাহ। খালি একটা রিকুয়েস্ট, আরেকটু রেগুলার ভিডিও আপ দেন। ইনশাল্লাহ, আপনাদের এই মাস্টারপিসগুলার জাযা আল্লাহর কাছে পাবেন।
Jajakallah khairan
ইনশাআল্লাহ ইসলামের বীর বিশ্ব মুজাহিদ নেতাদের নেয় আমরাও একদিন ইসলামের এই বিজয় ছিনিয়ে নিয়ে আসব ইনশাআল্লাহ❤️❤️❤️
মাশাআল্লাহ, ভালো একটি বাংলা মার্জিত ইসলামিক চ্যানেল “Russell difUS” (Defending Islam from US)
আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য আপনাদের কে অনেক ভালোবাসি,, আশাকরি পরের দুই জন খলিফার জীবনী ও পাবো ইনশাআল্লাহ
Thanks wait kortecilam
২০ নাম্বার পর্ব এটা??
অপেক্ষায় ছিলাম
Alhamdulillah
আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন।
আসসালামু আলাইকুম ভাই
আলহামদুলিল্লাহ্ এই ভিডিও টা
তারাতারি দেওয়া জন্য 🕌🕌🕌🕌🕌
Rain Drops Media Thinks
seerah er commendator kuthay?
আল্লাহ আমাদের সবাইকে সুস্থ থাকুন
জনাব অপেক্ষায় ছিলাম
আল্লাহর ভরসা ছাড়া কখনোই এগোতে পারবো না।
আপনাদের সহযোগীতা চাই ।।