পর্ব ৭ | আল-ফারুক | উমারের মর্যাদা

Rain Drops Media
কর্তৃক Rain Drops Media 399 বার দেখা হয়েছে 37 comments

আমর ইবন আল আস রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে জানতে চাইলেন, ‘হে আল্লাহর রাসূল! আপনি কাকে সব চাইতে বেশি ভালবাসেন? জবাবে রাসূলুল্লাহ সা. জবাবে বললেন, ‘আইশা।’
আমর জিজ্ঞেস করলেন, পুরুষদের মধ্য থেকে কাকে বেশী ভালবাসেন?
রাসূল সা. বললেন, ‘তাঁর বাবাকে।’
আমর বলেন, তারপর কাকে?
রাসূল সা. জবাবে বললেন, ‘উমারকে!’

অর্থাৎ, রাসূল সা. পুরুষ সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি ভালবাসতেন আবু বকরকে, এরপর উমার ইবনুল খাত্তাবকে। আল-ফারুক সিরিজের এই পর্বে উমার রা. এর মর্যাদায় বর্ণিত হাদীসসমূহ নিয়ে আলোচনা করা হয়েছে।

ডাউনলোড লিংক-
অডিওম্যাক – https://tinyurl.com/yxpremt3
হিয়ারদিস – https://tinyurl.com/y4kdxehk
আর্কাইভ – https://tinyurl.com/y6z74rwq

Share This Article
37 Comments

Leave a Reply