ছেলের পিতাও বিয়ের আগে পাত্রী দেখবে

আফনান
কর্তৃক আফনান 516 বার দেখা হয়েছে মন্তব্য করুন

অনেক পরিবারে দেখা যায়, পাত্রী দেখতে গেলে ছেলের পিতাও পাত্রী দেখেন। তারা ভাবেন, ছেলের পিতা তার হবু বৌমা না দেখলে কি হয়? এ কাজটি ঠিক নয়। বিবাহ না হওয়া পর্যন্ত এই মেয়েটি ছেলের পিতার জন্য দেখা জায়েয নেই। সুতরাং এ কাজটি বর্জন করা উচিত। অনেক পরিবারে তো আরও খারাপ অবস্থা দেখা যায়। ছেলের বন্ধু-বান্ধব, বড় ভাই, দুলাভাই ইত্যাদি আত্মীয়-স্বজনকে নিয়ে যান মেয়ে দেখতে। এসকল হারাম থেকে আমাদের বেঁচে থাকা উচিত।

এছাড়াও ওলিমার অনুষ্ঠানে কনেকে স্টেজে বসিয়ে আগত নারী-পুরুষ সকল মেহমানকে দেখানো ইত্যাদি সব ধরনের বেপর্দা ও গর্হিত সকল হারাম কাজ থেকে বিরত থাকা জরুরি।

Share This Article
মন্তব্য করুন

Leave a Reply