খাওয়ার পর প্লেট ধুয়ে পানি খাওয়া

আফনান
কর্তৃক আফনান 428 বার দেখা হয়েছে মন্তব্য করুন

অনেককেই দেখা যায় খাওয়ার পর প্লেটে হাত ধুয়ে সেই পানিটা পান করেন। এই কাজটা করে থাকেন সুন্নত ও সওয়াবের কাজ হিসাবে। কিন্তু হাদীস বা সুন্নাহ এর কিতাবে এরকম কোনো সুন্নতের উল্লেখ নাই। এটাকে সুন্নত বা সওয়াবের কাজ মনে করা ভুল।

কেউ যদি অভ্যাস বশত বা এমনি এটা করে থাকে। অর্থাৎ যদি এটাকে সওয়াবের বা সুন্নত কাজ মনে না করে এমনি করা হয়, তাহলে তা মুবাহ। মুবাহ বলতে এমন কিছুকে বুঝানো হয় যাতে সওয়াব বা গুনাহ কোনোটিই নাই। সাধারন ভাবে এটা করা জায়েজ হবে কিন্তু একে সুন্নত মনে করলে সেটা ভুল। এই কাজকে সুন্নত মনে করলে এমন একটা কাজকে সুন্নত মনে করা হবে, যেটা রাসূল (সা) করে যান নি। অর্থাৎ সেটি হবে দ্বীনের মাঝে একটি নতুন কিছু আবিষ্কার। যা বিদআত হিসাবে পরিগণিত হতে পারে।

প্লেট ধুয়ে পানি খাওয়া সুন্নত না হলেও, খাওয়া শেষে হাতের আঙ্গুল ও প্লেট চেটে-মুছে খাওয়া একটি গুরুত্বপূর্ণ সুন্নত। খাবারের কোনো অংশ পড়ে গেলে সেটি পরিষ্কার করে খাওয়াও রাসূলের (সা) সুন্নাহ।

হাদীস
————-
মুহাম্মাদ ইবনু হাতিম ও আবূ বকর ইবনু নাফি আবদী (রহঃ) … আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন খাবার খেতেন তখন তাঁর আঙ্গুল তিনটি চেটে নিতেন এবং তিনি বলেছেনঃ যদি তোমাদের কারো লুকমা পড়ে যায় তবে সে যেন তা থেকে ময়লা দূর করে এর খাদ্যটুকু খেয়ে ফেলে, শয়তানের জন্য যেন তা রেখে না দেয়। আর তিনি আমাদের বাসন মুছে খেতে আদেশ দিয়েছেন এবং বলেছেন, কেননা তোমরা জান না, তোমাদের খাদ্যের কোন অংশে বরকত আছে।
(মুসলিম ৫১৩৪ – http://www.hadithbd.com/hadith/link/?id=15004 )

Share This Article
মন্তব্য করুন

Leave a Reply