সাহরি না খেলে সিয়াম হবে না – এমন মনে করা

আফনান
কর্তৃক আফনান 474 বার দেখা হয়েছে মন্তব্য করুন

আমাদের সমাজে অনেকের মাঝে ভুল ধারনা রয়েছে যে সাহরি না খেলে সিয়াম আদায় হবে না। এটা সম্পূর্ণ ভুল ধারনা।

সাহরি খাওয়া একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। নবীজি (সা) সাহরি খেতে উৎসাহ দিয়েছেন। কিন্তু কোনো কারণে যদি সাহরি খেতে না পারা যায় সেজন্য সিয়ামের কোনো ক্ষতি হবে না। রামাদানের সিয়ামের ক্ষেত্রে সাহরি খেতে না পারলেও সিয়াম পালন করতেই হবে। সাহরি খাওয়া হয় নি – এই অযুহাতে সিয়াম ছেড়ে দেয়া যাবে না।

Share This Article
মন্তব্য করুন

Leave a Reply